সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রজনীকান্ত

admin | August 15, 2008, 11:25 PM

আমায় তুমি আপন মনে রেখেছিলে সঙ্গোপনে,
মুছলে মোরে আপন তানে রাখলে হৃদয় অন্ধ গোরে।
আমার চোখে বিশ্ব দেখে আমার ছোয়ায় উষ্ণ সুখে,
রাত কেটেছে মুখটি রেখে আমারই এই ভুজান্তরে।
আমায় পেয়ে ভুবন পেলে সর্বসত্বা আমায় দিলে,
তারপরেও পালিয়ে গেলে আমার কথা ভাবলে না।
হৃদয় দিয়ে ভালবাসলাম ভেবেছিনু সবই পেলাম,
উজাড় করে সবই দিলাম পেলাম শুধু বঞ্চনা।
এইতো সেদিন গহীন রাতে মাথা রেখে এ বুকেতে,
হাতটি ছিলো আমার হাতে – বলেছিলে, “তোমার আমি।”
সেই কথাই কি মূল্য দিয়ে? পালিয়ে গেলে সুখটি লয়ে,
খেললে খেলা হৃদয় নিয়ে সুখের খোঁজে বন্য তুমি।
একা ভালো তোমায় ছাড়া সুখের পূলক হৃদয় জোড়া,
চাইনা আর হৃদয়ে নাড়া মিথ্যা ভুলে আছি সুখে।
আধো রাতে চন্দ্র হাসে আমায় না – কি ভালবাসে,
রইবে সে আমার বশে হইতো আমি তারই বুকে॥

(১৮ আশ্বিন ১৪০৭/কালিশংকর পুর)

২টি মন্তব্য

  1. আস্ সালামু আলাইকুম

    মেহেদি ভাই আপনার লেখা কবিতাটি পড়লাম।সত্যি আমার কাছে খুব ভাল লেগেছে।এই সুন্দর কবিতাটি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করুন