নষ্ট রাজনীতি
হিংসার রাজনীতি, ও আছে দূর্নীতি
মিশে গেছে শিরায় উপশিরায়,
নেতাদের হয়ে বলি, তবুও মোরা পথো চলি
এখনতো সবই সহ্য হয়।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আমাদের নিত্য সাথী
এর সবই হয়েছে জানা,
যেই যায় মতায়, লুটেপুটে সবই খায়
আর বিরোধীদের হরতাল যন্ত্রনা,
কবে পাব পরিত্রাণ? শুনবো জীবনের গান-
আমাদের রাজনৈতিকদের মুখে,
কথা হবে কম- কাজ বেশী, ফুটাবে মুখে হাসি
দেশের সবাই রইবে সুখে।
এমন স্বপ্ন আমি, দেখি কত দিবাযামী
এভাবে হারাচ্ছি ধর্য্য ও শক্তি,
নতুন প্রজন্ম তরে, বসে আছি পথো ধরে
জানিনা কভু পাব কিনা মুক্তি !!
মিরপুর/১২ আশ্বিন ১৪১৩
It is a good kobita. I appreciate it.