বন্ধু তুমি দাওগো দেখা

হয়নি দেখা তোমা সনে, তাইতো এতো কৌতুহল,
কখনও ভাবি সত্য সবই, হইতো আবার সবই ছল।
যেদিন আমার ইনবক্সে, দেখলাম নাম প্রিয়াংকা,
ওপেন করে মেইল তোমার, হৃদয়ে উঠলো বেঝে ঝংকা।
সেই যে শুরু প্রতিদিনের, মেইল পাবার প্রতিক্ষা,
মেইল পেলেই রিপ্লে করি, আর উত্তরের অপেক্ষা।
মোবাইল নম্বর, মম ছবি, সবই দিলুম মেইল করে,
দেখতে যে তোমা চাইছে মন, বলি সে কথা কেমন করে।
কল্পনাতে তৈরী করি, কেমন তুমি দেখতে হবে,
কেমন তোমা আখি জোড়া, কেমনইবা বেশে রবে।
কেমন তোমা ঠোট দুখানা, কত বড় তোমা কেশ,
তোমা প্রতি এ কৌতুহল মোর, কখনইবা হবে শেষ।
বলছি তোমা বন্ধু আমি, কেন তুমি পোড়াও মোরে?
কেন তুমি আড়ালে থেকে, যাচছ শুধু আঘাত করে?
যদি আমি তোমা বন্ধু হয়, তবে করছো কেন ছলনা?
বন্ধুকে একবার দাওগো দেখা, কমাও তার যনত্রনা।
প্রতি সকালে মেইল খুলি, তোমা দেখা প্রতিক্ষায়,
সময় ফুরাই এমনই ভাবে, চাঁদনী ওমুখ দেখার আশায়।
হইতো একদিন কোন সকালে, দেখবো আমি ছবি তোমার,
ওটা হইতো তোমা শেষ মেইল, তখন তুমি অন্য সখার।
শোন ওগো বন্ধু মোর, মেইল করো প্রতিদিন,
যেথাই মোরা থাকিনা কেন, মোদের বন্ধুত্ব থাক চিরদিন।

১৫ চৈত্র ১৪১১/মিরপুর, ঢাকা

১ Comments on "বন্ধু তুমি দাওগো দেখা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস