ব্লগারের ব্লগার বার মুছে ফেলা

যারা গুগলের ব্লগারে ব্লগ লেখেন তাদের ব্লগের উপরে ব্লগারের একটি বার দেখা যা বেশীরভাগ ব্লগারের কাছে এমনকি দর্শনর্থীদের কাছে বিরক্তকর লাগে। ব্লগাররা চাইলে সহজেই ব্লগার বার মুছে ফেলতে পারেন। এজন্য Layout>Edit HTML থেকে Edit Template এ style ট্যাগে #navbar-iframe { height:0px; visibility:hidden; display:none; } লিখে সেভ করুন। এবার ব্লগ সাইটটি ব্রাউজ করে দেখুন ব্লগার বারটি আর দেখা যাচ্ছে না।

২ Comments on "ব্লগারের ব্লগার বার মুছে ফেলা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৩ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস