মোদের রাজনীতি
এস এম মেহেদী আকরাম
জনগণ যদি সব শিক্ষিত হয়ে যায়,
মোদের ভাষণে হাততালি কে দেবে হায়!
সবাই যদি রোজগেরে হয়ে যায়,
কে থাকবে ভাতা আর ভিক্ষার আশায়!
নিজের ভালো-মন্দ যদি বুঝতে শিখে যায়,
মোদের মিছিল তবে কিভাবে আগায়!
জনগণ মূর্খ আর কর্মহীন যদি রয়
তবে উঠবে আর বসবে মোদের কথায়,
এভাবেই যদি বাঁচিয়ে রাখা যায়,
বেঁচে থাকাটাই উন্নয়ন মনে হয়।
মোদের রাজনীতি এমনই আদর্শময়
ওরা মরুক বাঁচুক কি আসে যায়!!!
০৯/১০/২০২৩
