হিডেন হাঙ্গার
ক্ষুধা কি আর লুকিয়ে রয় চার দেয়ালের পরে
তাইতো এসে লাইনে দাড়ায় লজ্জা শরম ছেড়ে।
কেউ না দেখার আগে গিয়ে কিনতে হবে চাল
তাইতো উঠি ভোর বেলাতে, আসি সকাল সকাল।
অবশেষে বিডিআর দোকানে আসি, কিন্তু একি হায়!
লম্বা লাইন। আমার আগে কয়েক শত মানুষ রয়।
ভাবি এখন, লজ্জা কি আর- মধ্যবিত্তের জীবনে
অচেনা শত মানুষের ভিড়ে চিনবে না কোন জনে।
দুরে- হাত উচিয়ে দেখায় মোরে কাজের বুয়ার মেয়ে
কাজের বুয়াও এসেছে তার পাড়া পড়শী লয়ে।
হঠাৎ দেখি কায়েম ভাই দাড়িয়ে লাইনের শেষে
নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা লাইনের ভীড়ে মিশে।
এমনি কি আর লুকানো যায় পেটে ক্ষুধা লয়ে
আগামী দিনগুলো কেমনে কাটাবো ভাবি তাই নিয়ে।
====================
ঢাকা, ২৪ চৈত্র, ১৪১৪
০৭ এপ্রিল, ২০০৮