রিসাইকেল বিন ম্যানেজার

হার্ডডিক্স থেকে কোন ফাইল বা ফোল্ডার মুছে ফেললে তা রিসাইকেল বিনে চলে যায়। পরবর্তিতে দরকার পরলে তা রিসাইকেল বিন থেকে ফিরিয়ে আনাও যায়। আর দরকার না পরলে রিসাইকেল বিন থেকে তা স্থায়ীভাবে মুছে ফেলা যায়। কিন্তু ব্যবহারকারী যদি নির্দিষ্ট ড্রাইভের ফাইল রিসাইকেল বিন থেকে মুছে ফেলতে পারে বা গত ২ দিন, ৩ দিন, ১ মাস এভাবে যদি মুছতে পারে তাহলে মন্দ হয় না। এরকম সুবিধা পাওয়া যাবে রিসাইকেল বিন এক্স সফটওয়্যার দ্বারা। মাত্র ১.১৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি ইনস্টল দিলে রিসাইকেল বিনের কনটেক্স মেনুতে বাড়তি কিছু অপশন যুক্ত হবে। যার দ্বারা নির্দিষ্ট দিন আগের ফাইল মুছে ফেলা যাবে এছাড়াও রিসাইকেল বিন এক্স সফটওয়্যার চালু করলে আরো বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে। সফটওয়্যারটি www.fcleaner.com থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস