ফাইল/ফোল্ডারের তালিকা তৈরী করা

অনেক সময় নির্দিষ্ট ফোল্ডারের বা ড্রাইভের অধিনে থাকা একাধিক ফাইল বা সাবফোল্ডারে তালিকা তৈরী করার প্রয়োজন হতে পারে। এগুলো যদি লিখে করতে হয় তাহলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাড়ায়। কিন্তু যে ডাইরেক্টরি প্রিন্টার এর সাহায্যে সহজেই যেকোন ফোল্ডারের বা ড্রাইভের অধিনে থাকা ফাইলগুলোর (সাব ফোল্ডারের) তালিকা তৈরী করতে পারেন।

jdirprinter.jpg

এজন্য সাইট www.convertjunction.com/download/jdirprint.zip থেকে ১৭৪ কিলোবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। বহনযোগ্য এই সফটওয়্যারটি চালু করুন এবং General ট্যাবে অবস্থায় ! বাটনে ক্লিক করে নির্দিষ্ট ফোল্ডারের বা ড্রাইভের পাথ দেখিয়ে দিন। আপনি চাইলে ট্যাব থেকে ইচ্ছামত বিভিন্ন অপশন পরিবর্তন করতে পারেন। এবার Start বাটনে ক্লিক করলে সফটওয়্যারটি যে ফোল্ডারে DirPrint নামে একটি নোট প্যাডের ফাইল তৈরী হবে। সেটি খুলে দেখবেন সকল ফাইলগুলোর তালিকা রয়েছে।

২ Comments on "ফাইল/ফোল্ডারের তালিকা তৈরী করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস