সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৮ই মার্চ, ২০২৩ ইং | ৩রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ডেমো সফটওয়্যার ব্যবহার

admin | January 10, 2007, 6:15 AM

বিভিন্ন প্রয়োজনে আমাদের ডেমো সফটওয়্যার ব্যবহার করতে হয়। ডেমো ভার্সনে সকল ফিচার না পাওয়া গেলেও বিনামূল্যে পাওয়া সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি। ছোটখাট কাজে আমরা প্রতিনিয়তই ইন্টারনেট থেকে ডেমো সফটওয়্যার ডাউনলোড করে কাজ চালিয়ে নিই। ডেমো ভার্সন সাধাররণত ৩০, ২১ বা ১৫ দিনের জন্য হয়ে থাকে। এদের বেশীরভাগই কম্পিউটারের তারিখের উপর নির্ভর করে দিন গননা করে ফলে সময় শেষ হয়ে গেলেও কম্পিউটারের তারিখ পরিবর্তন করে আপনি অনায়াসে ডেমো ভার্সন ব্যবহার করতে পারেন। ধরুণ আপনি একটি ডেমো সফটওয়্যার ইনষ্টল করেছেন জুন মাসের ১ তারিখে এবং এর মেয়াদ শেষ, এমতবস্থায় উক্ত সফটওয়্যারটি ব্যবহার করতে হলে কম্পিউটারের তারিখ পরিবর্তন করে জুন মাসের ১/২ তারিখ দিয়ে ব্যবহার করতে পারেন এবং কাজ শেষে বর্তমান তারিখ রাখুন। যদি নতুন কোন ডেমো সফটওয়্যার ইনষ্টল করতে চান তাহলে আগের ডেমো যে তারিখে ইনষ্টল করেছেন কম্পিউটারে সেই তারিখ এনে ইনষ্টল করুন। হাতে গোনা কয়েকটি ডেমো সফটওয়্যার ছাড়া সকল ডোমো সফটওয়্যার এভাবে ব্যবহার করা যায়।

মন্তব্য করুন