হার্ডডিক্স পার্টিশন করুন জিপার্টেড দ্বারা

হার্ডডিক্সেকে পার্টিশন করার অনেক জনপ্রিয় পার্টিশন ম্যানেজার আছে এর মধ্যে জিপার্টেড হচ্ছে ওপেস সোর্স, ফ্রি, লিনাক্স বেস্‌ড পার্টিশন ম্যানেজার। বেশীর ভাগ লিনাক্স ডিস্টোর সাথে জিপার্টেড পার্টিশন ম্যানেজার থাকে, তারপরেও আলাদা ভাবে জিপার্টেড লাইভ সিডি/ইউএসবি উপযোগী আএসও ফাইল পাওয়া যায়, যার দ্বারা লাইভ সিডি হিসাবে আপনি এই পার্টিশন ম্যানেজার ব্যবহার করতে পারবেন। জিপার্টেড দ্বারা যেকোন ড্রাইভ রিসাইজ (ডাটা না মুছে), মার্জ, ডিলিট, ফরম্যাটসহ পার্টিশনের সকল কাজই করা যায়। এমনকি অপারেটিং সিস্টেম ইনস্টল থাকা ড্রাইভকেও রিসাইজ করা যায়। এছাড়াও পার্টিশন (হুবহু) কপি পেস্ট করা যায়। লিনাক্স বেস্‌ড হবার ফলে এটি সকল অপারেটিং এর উপযোগী ফাইল সিস্টেম NTFS, FAT32, ext2, ext3, reiserfs ইত্যাদি সমর্থন করে এবং পার্টিশন/ফরম্যাট করা যায়। সফটওয়্যারটি বিনামূল্যে http://gparted.sourceforge.net/livecd.php থেকে ডাউনলোড করে সিডিতে রাইট করুন। এবার লাইভ সিডি দ্বারা কম্পিউটার বুট করুন এবং পার্টিশনের যাবতিয় কাজ করুন গ্রাফিক্যাল ইন্টারফেসে।

৯ Comments on "হার্ডডিক্স পার্টিশন করুন জিপার্টেড দ্বারা"

  1. জিপার্টেড ডাউনলোড করতে চাই। কিন্তু সহজে ডাউনলোড হয়না।।ডাউনলোড সহজে করার ব্যবস্হা করে দিলে খুশি হব।

  2. মেহেদী ভাই,
    আমি আপনার দেওয়া লিংক থেকে জিপার্টেড লাইভ সিডি gparted (97.6MB) সফটওয়্যারটি ডাউনলোড করেছি। কিন্তু এটা কি ফরমেটে রাইট করব বুঝতে পারছিনা ।ডাটা ফরমেটে নিশ্চয় নয় । জানালে খুশি হব।

  3. মেহেদী ভাই,
    জিপার্টেড লাইভ সিডি সফটওয়্যারের ফাইলটিকে নিরোতে চালু করে ISO ফরমেটে রাইট করা যাচ্ছে না (ফাইলটি কিন্তু ISO হিসাবে দেখাচ্ছে না) । নিরোতে Burn Image to Disc অপশন দিয়ে চেষ্টা করেছি । আমি নিরো ৭ ব্যবহার করি। সমস্যায় আছি , জানাদল থুশি হব।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস