পিকাসা থেকে ফেসবুকে ছবি আপলোড করা যাবে
জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকে ছবি আপলোড করা যাবে আরেক জনপ্রিয় ছবি আপলোড করার সফটওয়্যার গুগল পিকাসা দ্বারা। এজন্য পিকাসাতে কয়েক কিলোবাইটের একটি প্লাগইন ইনস্টল করলেই হবে। এই প্লাগইনটি পিকাসা ২.৫ বা এর পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে। প্লাগইন ইনস্টল করার জন্য কম্পিউটারে পিকাসা ইনস্টল থাকতে হবে। পিকাসা না থাকলে http://picasa.google.com থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে। এবার http://apps.facebook.com/picasauploader সাইটে গিয়ে INSTALL NOW বাটনে ক্লিক করলে Launch Application উইন্ডো আসবে। এখানে পিকাসা নির্বাচিত রেখে Ok করলে Confirm ম্যাসজে আসলে Yes করে Configures Buttons থেকে Add>> বাটনে ক্লিক করে Ok করলে পিকাসার নিচের ফেসবুক বাটন যুক্ত হবে। এই বাটনে ক্লিক করে পিকাসার মত ফেসবুকে ছবি আপলোড করা যাবে।