সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্মার্টডিফ্রাগে ডিফ্রাগমেন্ট করুন

admin | April 24, 2008, 12:16 AM

কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য আমরা ডিক্স ডিফ্রাগমেন্ট করে থাকি। কিন্তু নিয়মিত ডিফ্রাগমেন্ট না করার ফলে ডিফ্রাগমেন্ট করতে অনেক সময় লাগে, ফলে অনেকেই ডিফ্রাগমেন্ট করতে চাই না। এর সমাধান পাবেন স্মার্টডিফ্রাগ সফটওয়্যারের সাহায্যে। ৯৮৮ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারে কোন ঝামেলা ছাড়ায় অনান্য কাজের পাশাপাশি ডিফ্রাগমেন্ট করা যাবে। এছাড়াও ডিফ্রাগমেন্টের শেষে সয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করার ব্যবস্থা থাকাতে ডিফ্রাগমেন্ট নিয়ে ঝামেলা পোহাতে হবে না। আরো রয়েছে সিডিউল হিসাবে ডিফ্রাগমেন্ট করার সুযোগ। সফটওয়্যারটি http://download.iobit.com/DefragSetup.exe লিংক থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন।

১টি মন্তব্য

মন্তব্য করুন