এফটিপি থাকবে লোকাল ড্রাইভ হিসাবে
ওয়েব হোস্টিং এর জন্য আমরা সাধারণত বিভিন্ন এফটিপি সফটওয়্যার ব্যবহার করে থাকি। আবার এফটিপি সফটওয়্যার ছাড়াও এক্সপ্লোরার থেকেও এফটিপি’র সুবিধা পাওয়া যায়। তবে এফটিপির একাউন্টকে যদি লোকাল ড্রাইভের মত করে রাখা যেতে তাহলে প্রতিবার সফটওয়্যার চালু করা বা লগইন করার প্রয়োজন হতো না। এমন সুবিধা পাওয়া যাবে নেটড্রাইভ সফটওয়্যার থেকে। মাত্র ৯ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.netdrive.net থেকে নামানো যাবে। এবার সফটওয়্যারটি ইনস্টল করে New Site বাটনে ক্লিক করে নতুন এফটিপি অথবা ওয়েব ডেভ নির্বাচন করে লোকাল ড্রাইভের লেটার নির্বাচন করে যুক্ত করুন। তাহলে মাই কম্পিউটারে উক্ত লেটার হিসাবে সাইটের নামে একটি ড্রাইভ আসবে। এখন উক্ত ড্রাইভে ক্লিক করে সহজেই হোস্টিং সাইটে ফাইল আদান প্রদান করা যাবে। এই সফটওয়্যারটিতে বেশ কিছু পাবলিক এফটিপি যুক্ত করা আছে।