সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৯ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডেক্সটপে রাখুন স্বচ্ছ ক্যালেন্ডার

admin | March 4, 2008, 12:18 AM

ডেক্সটপে রাখার মত অনেক রকমের ক্যালেন্ডার রয়েছে। কিন্তু রেইনলেন্ডার একটু ভিন্ন। এই ক্যালেন্ডারটি স্বচ্ছ হিসাবে রাখা যাবে যা কম বেশী করা যাবে এবং এটি যেকোন উইন্ডোর উপরে রাখা যায়। এই ক্যালেন্ডারে ইভেন্ট এবং টুডু যোগ করা, ডিজিটাল ঘড়ি এবং এলাম ব্যবহার করা যাবে। এছাড়াও সবকিছুই পরবর্তীতে পরিবর্তন করা যাবে। এতে ৩০টিরও বেশী ভাষাতে ব্যবহার করা যায়। ৩.৪৩ মেগাবাইটের এই ক্যালেন্ডারটি www.rainlendar.net সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

মন্তব্য করুন