সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৫ই মার্চ, ২০২৩ ইং | ৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ

উইনআইকন কাস্টমাইজার দ্বারা আইকন পরিবর্তন করা

মেহেদী আকরাম | August 21, 2009, 10:16 PM

উইন্ডোজের সবকিছুই নিজস্ব আইকনে প্রদর্শিত হয়। এইসব আইকন পরিবর্তন করার বিভিন্ন সফটওয়্যারের মধ্যে উইনআইকন কাস্টমাইজার অন্যতম। ফ্রিওয়্যার এই সফটওয়্যার দ্বারা সহজেই যেকোন আইকন পরিবর্তন করা যায়। সফটওয়্যারটি www.speedapps.com/winicon_customizer.htm থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। সফটওয়্যারটি চালু করলে সিস্টেমের সব আইকন দেখা যাবে। এখানে যে আইকন পরিবর্তন করতে চান সেটি নির্বাচন করে ডানে Edit বাটনে ক্লিক করুন। এবার Relocate বাটনে ক্লিক করে সফটওয়্যারটির সাথে থাকা ৩০০ আইকন থেকে অথবা Open File বাটনে ক্লিক করে আপনার নিজস্ব আইকন এনে নির্বাচন করে Ok করুন। এখন Apply বাটনে ক্লিক করে ফাইল মেনু থেকে Save Modifications এ ক্লিক করলে পরিবর্তন কার্যকর হবে এবং নতুন সেট করা আইকন দেখা যাবে।

মন্তব্য করুন