পাওয়ারপয়েন্ট থেকে ফ্লাশে রূপান্তর
উপস্থাপনা বা প্রেজেন্টেশনরে জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। জনপ্রিয় এই প্রেজেন্টেশন সফটওয়্যারের স্লাইডগুলোকে ফ্লাশ (.swf ফরম্যাটের) রূপান্তর করতে পারলে ওয়েব সাইটসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কাজে দেবে। অথোর পয়েন্ট লাইট (www.authorgen.com) সফটওয়্যার দ্বারা পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো ফ্লাশে রূপান্তর করা যায়। তবে এর চেয়ে আইসিপ্রন্ট কনভার্টার বেশী উপযোগী। আইসিপ্রন্ট কনভার্টার ইনস্টল করলে পাওয়ার পয়েন্টে আইসিপ্রন্ট কনভার্টার টুলবার আসবে। এখানে Quick Publish বাটন দ্বারা আপনি চলতি ডকুমেন্টের স্লাইডগুলোকে .swf ফরম্যাটে ওয়েবপেজসহ তৈরী করতে পারবেন। এবং Publish বাটনে ক্লিক করে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও স্লাইডে পূর্বের তৈরী করা ফ্লাশ ফাইল যুক্ত করা যাবে। স্লাইডে সকল এ্যানিমেশন, শব্দ বা অনান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ব্যানার, ই-কার্ড বা স্লাইডশো তৈরীতে এটা বেশ কাজে আসবে। আইসিপ্রন্ট কনভার্টার সফটওয়্যারটি পাওয়ার পযেন্টের সকল সংস্করণেই চলবে। ৭.১১ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.ispringsolutions.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন আর উপভোগ করুন ফ্লাশের নতুন স্বাদ।
I want full version of iSpring PowerPoint to Flash Converter.
ফ্লাশ কী ? বুঝলাম না।