সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মে, ২০২৩ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফ্রি, মুক্ত এবং বহনযোগ্য আর্কাইভ পীজিপ

admin | August 15, 2008, 12:09 AM

আর্কাইভ সফটওয়্যারের সাথে আমরা বেশ পরিচিত। বিশেষ করে একাধিক ফাইল কোথাও মেইল বা অন্য কোন মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে বেশী প্রয়োজন হয়। এছাড়াও ফাইল আর্কাইভ করলে যায়গা অনেকটা কমে যায়। বিভিন্ন আর্কাইভের মধ্যে উইনজিপ বেশ জনপ্রিয়। এছাড়াও উইন্ডোজের সাথে জিপ আর্কাইভ বিল্টইন থাকে। কিন্তু কোন সফটওয়্যারটি ফ্রি নয়। তবে ফ্রি, ওপেন সোর্স এবং বহনযোগ্য আর্কাইভ হচ্ছে পীজিপ (peazip)। এই সফটওয়্যার প্রায় সকল আর্কাইভ ফরম্যাটেই 7Z, ARC, BZ2, GZ, PAQ/LPAQ, PEA, QUAD/BALZ, TAR, UPX, ZIP আর্কাইভ করতে পারে এবং উপেরোক্তগুলো ছাড়াও ACE, ARJ, CAB, DEB, ISO, LHA, RAR, RPM খুলতে পারে। সফটওয়্যারটি ৩২ এবং ৬৪ বিটের সকল উইন্ডোজ সংস্করণ এবং লিনাক্সে চলে। ৩.২১ (ইনষ্টল হওয়ার পরে ৪.৬) মেগাবাইটের সফটওয়্যারটি www.peazip.org বা http://peazip.sourceforge.net থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন