সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দেখে নিন কোন প্রোগ্রাম কতবার চলেছে

admin | June 23, 2008, 8:39 PM

উইন্ডোজ এক্সপি ইনষ্টল করার পরে বিভিন্ন প্রো্রগামগুলো আপনি অনেকবার চালিয়েছেন। কিন্তু কোন প্রোগ্রাম কতবার চালিয়েছেন তার জানেন কি? আপনার এসব তথ্য জেনে নিতে পারবেন এক্সপিরান সফটওয়্যারের সাহায়্যে। সফটওয়্যারটি চালালে প্রোগ্রামের নাম এবং রান টাইম দেখাবে। আপনি টাইটেলে ক্লিক করে সটিং করতে পারবেন। এছাড়াও এই তথ্যগুলো সম্পাদনা করা যাবে এমনকি মুছেও দিতে পারবেন। ১৯৬ কিলোবাইটের ফ্রি এই সফটওয়্যারটি http://download.brooksyounce.com থেকে ডাউনলোড করা যাবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন