সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্টেড ম্যাজিক দ্বারা হার্ডডিক্সের সমস্যা সমাধান করা

মেহেদী আকরাম | October 20, 2010, 12:51 AM

হার্ডডিক্সে সমস্যা হলে বিভিন্ন টুলস দ্বারা এর সমাধান করা যায়। পার্টিশন করা বা এধরনের সমস্যা সমাধানের দারুন একটি বুটেবল টুলসের সমস্টি হচ্ছে পার্টেড ম্যাজিক। এতে রয়েছে পার্টিশন প্রোগ্রাম, ফাইল সিস্টেম টুলস, বুটিং লোডার টুলস, এক্স ইউটিলিটিস, কনসল ইউটিলিটিস শ্রেণীতে ১০০টির মত টুলস। পূর্ণাঙ্গ তলিকা পাবেন www.partedmagic.com/programs.html এখানে। পার্টেড ম্যাজিক এর ১৩৫ মেগাবাইটের আইএসও ফাইলটি http://sourceforge.net/projects/partedmagic/ থেকে ডাউনলোড করে সিডিতে রাইট করে নিন। ফ্রিওয়্যার, ওপেন সোর্স এই বুটেবল ডিক্সটি দ্বারা কমিপউটার চালু করে সমাধান করতে পাবেন হার্ডডিক্সের বিভিন্ন সমস্যাগুলোর।

৪টি মন্তব্য

      1. বোঝেন ই তো! টাকা খরচ করে সিডি কিনে রাইট করি যদি দেখে চলতেছে না! কেমন মেজাজ টা বিগ্ড়াবে! তাই আর কী! unetbootin আগে থেকে চালায় লিনাক্স এর আইএসও ইউএসবি তে live ডিস্ক বানাতে! এটি যে হতে পারে জানতাম না!

  1. মেহেদী ভাই, উইন্ডোজ ৭ এর জন্য ডিজাইন করা এইচপি ল্যাপটপে কিভাবে এক্সপি সেটাপ দেব। একটু যদি বলতেন তবে খুবই হেল্প হতো।

মন্তব্য করুন