সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৫শে মে, ২০২৩ ইং | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বহনযোগ্য ডাউনলোড ম্যানেজার

admin | December 18, 2008, 12:26 AM

ইন্টারনেট ব্যবাহারকারীদের প্রায় সকলেরই ডাউনলোড ম্যানেজার সর্ম্পকে কম বেশী ধারণা আছে। ডাউনলোড ম্যানেজারের মূল সুবিধা হচ্ছে কোন কারণে ডাউনলোড বিঘ্ন ঘটনে সর্বশেষ অবস্থান থেকে ডাউনলোড হওয়া এবং ডাউনলোড পুশ করে রাখা। এছাড়াও বিভিন্ন ডাউনলোড ম্যানেজারে ভিন্ন ভিন্ন সুবিধা দিয়ে থাকে। এসব ডাউনলোড ম্যানেজারের সবগুলিই ইনস্টল করার প্রয়োজন পরে। ফলে অন্যের কম্পিউটারে বা সাইবার ক্যাফেতে যেখানে ডাউনলোড ম্যানেজারের ইনস্টল করা নেই সেখানে বেশ বিপাকে পড়তে হয়। কিন্তু আপনি যদি পোর্টেবল ডউনলোড ম্যানেজার ব্যবহার করেন তাহলে ফ্লাশ ড্রিক্স থেকে সরাসরি তা চলাতে পারবেন। আর যদি ফ্লাশ ডিক্সেই ডাউনলোড করেন তাহলেতো কথায় নেই। উইনডাব্লিউগে নামের ১.৬৬ মেগাবাইটের (এক্সট্রাক্ট করার পরে ২.৩৭) ওপেস সোর্স এবং ফ্রি এই সফটওয়্যাটি http://sourceforge.net/projects/winwget থেকে ডাউনলোড করা যাবে। এতে অনান্য ডাউনলোড ম্যানেজারের প্রায় সকল সুবিধাই আছে। এই সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন