রাজনীতির মারপ্যাচে পেয়েছে তারা সিংহাসন,
হচ্ছেনা বিচার, আর ঘৃণ্য নেতারা করছে প্রহসন।
রাজনৈতিক ইস্যু করে বিচার যারা করেনি,
ক্ষমার লোভের জন্য তারা ইস্যুটাকে মারেনি,
তারাও আজি ঘৃণ্যসম রাজাকারের মতন।
মুক্তিযুদ্ধের সময় করেছে যারা অত্যাচার,
মা-বোনের উপরে করেছে যারা অনাচার,
তাদের সাজা হওয়ার আজ বড়ই প্রয়োজন।
আসুন সবাই শপথ করি, রাখি হাতে হাত
সম্মিলিত ভাবে বলি রাজাকার যাক নিপাত।
৫শে পৌষ ১২১৫/মিরপুর
I am a regular reader on your blog. But in my view bangla blog have no great value. I also start blogging 6 months ago. I created my blog on Blogger.com. As i am from bangladesh and you are also from bangladesh if you have time please visi my blog http://epshi.com
মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আপনার দুর্বলতা দেখে ভাল লাগল। ধন্যবাদ। আপনার মত বিখ্যাত মানুষদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের প্রতি আগ্রহী দেখে উৎসাহী হই।
http://bd71.blogspot.com
Mr. Hasib Ahmed
আপনি কেন বলছেন যে বাংলা ব্লগে ভ্যালু নাই তা আমি বুছতে পারছি না। শুধুমাত্র Adsense এর জন্য বাংলাতে ব্লগ করবো না। এটা ভাবা ভুল। আমি আমার জন্য ব্লগ লিখি না।