সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিনামূল্যে ডাউনলোড ম্যানেজার

admin | December 31, 2007, 12:16 AM

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা প্রতিনিয়তই কিছু না কিছু (গান, সফটওয়্যার, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি) ডাউনলোড করে থাকি। কিন্তু আমাদের ইন্টারনেটের গতি তুলনামূলক কম হওয়াতে বড় বড় ফাইল নির্দিষ্ট সময়ের মধ্যে ডাউনলোড করা সম্ভব হয় না বা অনেক সময় অসমাপ্ত রেখেই কম্পিউটার বন্ধ করতে হয় ফলে পরবর্তীতে নতুন করে আবার প্রথম থেকে ডাউনলোড শুরু করতে হয়। যেমন ৯৫% ডাউনলোড হবার পরে বিদ্যুৎ চলে গেল বা জরুরী কাজে কম্পিউটার বন্ধ করলে পুনরায় নতুন করে ডাউনলোড কমান্ড দিতে হবে এবং প্রথম থেকে ডাউনলোড শুরু হবে। যা বিরক্তকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। আবার ফ্লাশ ফাইল বা ভিডিও (ইউটিউব বা অনান্য) সরাসরি ডাউনলোড করা যায় না। কিন্তু ডাউনলোড ম্যানেজারের সাহায্যে ডাউনলোড করলে বিদ্যুৎ চলে গেলে বা অসমাপ্ত রেখে কম্পিউটার বন্ধ করলেও পরবর্তীতে ডাউনলোড প্রথম থেকে শুরু করতে হয় না। ডাউনলোড ম্যানেজার পরবর্তী অংশ থেকে সয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু করে। আর ফ্লাশ ফাইল বা ভিডিও ফাইলও সহজে ডাউনলোড করা যায়। এমনই কিছু জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার রয়েছে যেগুলো ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
ফ্লাশ গেট (www.flashget.com),
বিট কমিট (www.bitcomet.com),
ডাউনলোড এক্সসেলেটর প্লাস (www.speedbit.com),
ডাউনলোড এক্সপ্রেস (www.metaproducts.com),
ডাউনলোড থিম অল (www.downthemall.net),
ফ্রি ডাউনলোড ম্যানেজার (www.freedownloadmanager.org),
গেট রাইট (www.getright.com),
গো জিলা (www.gozilla.com),
ফ্রেশ ডাউনলোড ম্যানেজার (www.freshdevices.com),
ইন্টারেসি (www.nolobe.com),
ইন্টারনেট ডাউনলোড এক্সসেলেটর (www.westbyte.com/ida),
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (www.internetdownloadmanager.com),
লীচগেট (www.leechget.net),
রিগেট ডিলাক্স (www.reget.com),
অরবিট ডাউনলোডার (www.orbitdownloader.com),
নেট এন্টস (www.netants.com),
স্টার্ট ডাউনলোডার (www.stardownloader.com) ইত্যাদি।

৪টি মন্তব্য

মন্তব্য করুন