সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আর্কাইভ ফরম্যাট রূপান্তর

admin | March 15, 2008, 12:28 AM

একাধিক ফাইল ইমেইল করার ক্ষেত্রে বা সঙ্কুটিত করার জন্য আমরা বিভিন্ন আর্কাইভ সফটওয়্যার ব্যবহার করে থাকি। এগুলোর মধ্যে জিপ, ৭-জিপ, রার অন্যতম। কিন্তু অনেক সময় দেখা যায় একটি ফরম্যাটের আর্কাইভ ফাইল অন্য আর্কাইভ সফটওয়্যারে খুলছে (সমর্থন করছে) না। সেক্ষেত্রে আর্ককনভার্টার সফটওয়্যার আপনার আর্কাইভ ফাইলটিকে পছন্দের অন্য ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। এই সফটওয়্যারটি 7-ZIP, LZH, CAB, ZIP, ARJ, ACE, RAR, TAR, TGZ /GZ, Z, BZ2, YZ1, YZ2, GCA, BEL, RPM, DEB, BH, Noa32, HKI, PAQAR ফরম্যাট থেকে ZIP, 7-ZIP, CAB, LHA, TAR, TGZ, BZ2, YZ1, BGA, RAR, ACE, NOA32, HKI, PAQAR, UHARC, YZ2, DZ, HA ফরম্যাটে রূপান্তর করতে পারে। আর্ককনভার্টার সফটওয়্যারটি https://sourceforge.net/projects/archivconvert সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

arcconvert.jpg

মন্তব্য করুন