‘আইএসও সিডি বার্নার’ দ্বারা সহজেই আইএসও (ISO) ফাইল রাইট করা

জনপ্রিয় ডিক্স ইমেজ ফরম্যাট আএসও (ISO) সিডি/ডিডিতে রাইট করা যায় বিভিন্ন বার্নার দ্বারা। তবে বড় বড় কোন বার্নার ছাড়াই আএসও ফাইল রাইট করার ছোট, বহনযোগ্য, ফ্রিওয়্যার সফটওয়্যার হচ্ছে আএসও সিডি বার্নার। মাত্র ২০০ কিলোবাইটের মত এই সফটওয়্যারটি www.bouchez.info/cdburner.html থেকে ডাউনলোড করা যাবে। এবার যে ফোল্ডারে আইএসও ফাইল আছে সেই ফোল্ডারে সফটওয়্যারটি কপি করে চালু করলে 1. Choose an ISO file to burn: এর ড্রপ-ডাউন থেকে আইএসও ফাইলটি নির্বাচন করে 2. Choose a recoder to use: এ রাইটার নির্বাচন করে Burn it বাটনে ক্লিক করলেই হবে। উইন্ডোজ ভিসতার এবং সেভেনে ডিফল্টভাবে আএসও ফাইল রাইট করার অপশন আছে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস