সয়ংক্রিয়ভাবে ফাইল ব্যাকআপ রাখা

বিভিন্ন কারণে কম্পিউটারের ফাইল নষ্ট বা হারাতে পারে। ভুলক্রমে মুছে যাওয়া, হার্ডডিক্স ক্রাশ করা বা ভাইরাস সংক্রান্ত কারণে কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ফাইল মুছে গেলে বেশ বিপদেই পরতে হয়। কিন্তু আপনি যদি সময়মত ফাইলগুলো সিডি/ডিভিডিতে, নেটওয়ার্ক কম্পিউটারে বা অনলাইনে ব্যাপআপ করে রাখেন তাহলে সুবিধাই হয়। আর এ ব্যাপকআপ রাখার কাজটি যদি সয়ংক্রিয়ভাবে কোন সফটওয়্যার করে দেয় তাহলে কেমন হয়! মাত্র ৪.০৬ মেগাবাইটের ফ্রিওয়্যার কমোডো ব্যাপআপ সফটওয়্যারটি দ্বারা আপনি এই সুবিধা পেতে পারেন। সফটওয়্যারটি http://backup.comodo.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।
এবার সফটওয়্যাটি চালু করে backup মেনু থেকে New Backup এ গিয়ে Backup Mode নির্বাচন করে Source, Destination, Schedule ঠিক করুন এবং সেভ করুন। এভাবে একাধিক ব্যকআপ তৈরী করা যাবে। এবার দেখুন সিডিউলমত আপনার গন্তব্য ফোল্ডারে নির্বাচন করা ফোল্ডারের তথ্য যাচ্ছে কি না। এভাবে আপনি লোকাল ডিক্স, নেটওয়ার্ক ড্রাইভ/ফোল্ডার, এফটিপি বা সিডি/ডিভিডিতে ফাইল ব্যাকআপ করতে পারবেন। এছাড়াও ফাইলগুলোকে কমেপ্রস করে ব্যাকআপ করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস