রিহোস্ট ইমেজ এ্যাড-অন্স দ্বারা ছবি আপলোড করা

ছবি শেয়ার করা বা সংরক্ষণ করার জন্য অনেকেই ছবি হোস্টিং করার ওয়েবসাইটে ছবি আপলোড করে থাকেন। জনপ্রিয় ফ্রি ছবি হোস্টিং সাইট ইমেজশ্যাকে ছবি আপলোড করা যায় রেজিস্ট্রেশন করে অথবা রেজিস্ট্রেশন ছাড়াও। তবে রেজিস্ট্রেশন করার সুবিধা হচ্ছে পরবর্তীতে ছবির নিয়ন্ত্রণ করা যায়।
ইমেজশ্যাকে ছবি আপলোড করার দারুন একটি এ্যাড-অন্স হচ্ছে রিহোস্ট ইমেজ। এই এ্যাড-অন্স দ্বারা ফায়ারফক্স থেকে এক ক্লিকেই ছবি আপলোড করা যায়। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/9221/ থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার যে ছবিটি আপলোড করতে চান সেটি ফায়ারফক্সে খুলে অথবা অন্য কোন ওয়েব সাইটের ছবির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Rehost Image and Copy to Clipboard এ ক্লিক করুন তাহলে কিছুক্ষণের মধ্যে ছবিটি আপলোড হয়ে যাবে যা স্টাটাস বারে দেখাবে। ডিফল্টভাবে ছবিটি ইমেজশ্যাকে রেজিস্ট্রেশন বিহীন আপলোড হবে। ইমেজশ্যাকের নিজের একাউন্টে বা অন্য কোন এফটিপি সার্ভারেও ছবি আপলোড করা যাবে। এফটিপি সার্ভারে ছবি আপলোড করার জন্য এ্যাড-অন্সের Rehost Image এর অপশনে গিয়ে Upload to এর ড্রপ-ডাউনে FTP নির্বাচন করে নিচে এফটিপির তথ্য দিয়ে Ok করুন। ইমেজশ্যাকের নিজের একাউন্টে আপলোড করতে Upload to এ ImageShack নির্বাচিত রেখে নিচের Upload to your account রেডিও বাটন নির্বাচন করে Registration code এ একাউন্টের প্রোফাইল থেকে প্রাপ্ত রেজিষ্টিশন কোড বসিয়ে Ok করুন। এছাড়াও আপলোডের সময় ছবি রিসাইজ করা, রিনেম করা, আপলোডকৃত ছবির লিংকের হিস্টোরি দেখা ইত্যাদি সুবিধাও আছে এ্যাড-অন্সটিতে। আর নিজের একাউন্টের ছবি দেখা যাবে http://my.imageshack.us/v_images.php লিংকে গেলে।

২ Comments on "রিহোস্ট ইমেজ এ্যাড-অন্স দ্বারা ছবি আপলোড করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস