‘ডিভিডি এ্যালবাম ক্রিয়েটর’ দ্বারা ছবি থেকে ডিভিডি তৈরী করা

অনেক ভিডিও সম্পাদনার সফটওয়্যারের সাহায্যে ছবি বা স্থির চিত্র থেকে ভিডিও তৈরী করা যায়। শত শত ছবি দ্বারা ভিডিও তৈরী করতে গেলে অনেক সময় লাগে, কারণ প্রতিটি ছবির একটি একটি করে সেট করতে হয় এবং ছবিগুলোর মাঝে মাঝে ইফেক্টস দিতে হয়। কিন্তু ‘ডিভিডি এ্যালবাম ক্রিয়েটর’ দ্বারা খুব সহজেই ছবি থেকে ডিভিডি বানানো যায়। ভিসিডির তুলনাই ডিভিডির ভিডিওতে ছবির মান অনেক ভালো থাকে। সফটওয়্যারটিতে চ্যাপটার হিসাবে অনেক ছবি (ইচ্ছামত) যুক্ত করা যায় এবং ইফেক্টস র্যানডম হিসাবে সেট করা যায়। এছাড়া ডিভিডির অনান্য ফিচার যেমন, মেনু, সাবটাইটেল ইত্যাদি তৈরী করা যায়। মোট কথা প্রফেশনালদের মত ডিভিডি ভিডিও পাওয়া যাবে এই সফটওয়্যার দ্বারা। সফটওয়্যারটিতে JPG, BMP, GIF, PNG, TIF, PSD, ICO, TIFF, FAX, G3N, G3F, JPE, PCX, DIB, RLE, CUR, WMF, EMF, TGA, TARGA, VDA, ICB, VST, PIX, PXM, PPM, PGM, PBM, JP2, J2K, JPC, J2C ফরম্যাটের ছবি এবং MP3, WAV, WMA, AC3, Audio CD (CDDA), MPEG Audio (MPA), MP2, OGG ফরম্যাটের অডিও সমর্থন করে। সফটওয়্যারটি www.hketech.com/dvdac/ থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস