সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ছোট এবং বহনযোগ্য মিউজিক প্লেয়ার

admin | July 28, 2008, 1:46 PM

আপনি যদি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারের চাহিদা ছোট এবং বগনযোগ্য সফটওয়্যার দ্বারা পূবণ করতে পারেন তাহলে আপনার কম্পিউটারের যায়গা যেমন বাঁচবে তেমনই লোড ও কমে যাবে। ঈভিল প্লেয়ার হচ্ছে ৪৭৯ কিলোবাইটের মিউজিক প্লেয়ার। এটি ইনষ্টল করার পরে বহনযোগ্য হিসাবে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই থীম পরিবর্তন বা তৈরী করতে পারবেন। এই প্লেয়ার চলন্ত অবস্থায় ১ থেকে ২ মেগাবাইট মেমোরি ব্যবহার করে থাকে। এটি স্ট্রীমিং অডিও, গ্লোবাল হট কী এবং প্লেলিষ্ট সমর্থন করে। এই প্লেয়ারে কোন বাটন নেই কিন্তু হট কী এর মাধ্যমে অনান্য সকল সুবিধা পাওয়া যাবে। ফ্রি এই সফটওয়্যারটি www.hakeem.gigahost.dk থেকে ডাউনলোড করতে পারবেন।

মন্তব্য করুন