বহনযোগ্য মজিলা ফয়ারফক্স

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রায় কম বেশী সবাই ওয়েব পেজ ডাউনলোড করে থাকি। ওয়েব পেজ ডাউনলোডের ক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরার থেকে মজিলা ফায়ারফক্স ভাল এবং বেশ দ্রুত। এছাড়াও মজিলা ফায়ারফক্স ওয়েব পেজ দ্রুত লোড করে। এছাড়া সহজে ব্রাউজ করার জন্য ফায়ারফক্স আপনার প্রিয় ব্রাউজার হতে পারে। কিন্তু আপনি যখন অন্যের কম্পিউটারে (অফিসে, বন্ধু বাসায় বা সাইবার ক্যাফে) ইন্টারনেট ব্যবহার করবেন তখন হয়তো ফায়ারফক্স ব্যবহারের সুযোগ নাও থাকতে পারে। আবার সেখানে ইনষ্টল করে ব্যবহার করার সুযোগও হইতো নেই। সেক্ষেত্রে ফায়ারফক্স পোর্টেবল ভার্সন ব্যবহার করতে পারেন অনায়াসে। বহনযোগ্য এই ভার্সন ফ্লাশ ডিক্স থেকে সরাসরি চালু করে ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং ডাইনলোড করতে পারেন স্বাভাবিকভাবে। তবে ফায়ারফক্স পোর্টেবল ভার্সন ব্যবহারের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ব্যবহৃত ওয়েবসাইটের ক্যাশ ফাইলগুলো ফ্লাশ ডিক্সেই সংরক্ষিত হবে। এছাড়াও এখানে কোন যায়গাই লগইন করলে পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখলেও আপনার কোন ক্ষতি হচ্ছে না বরং সুবিধাই হচ্ছে। তবে চাইলে ফ্লাশ ডিক্সের এই ফায়ারফক্সের পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড ব্যবহার করে বাড়তি সুবিধা নিতে পারেন। http://portableapps.com/apps/internet/firefox_portable সাইট থেকে বিনামূল্যে এই সফটওয়্যারটি নিয়ে ফ্লাশ ডিক্সে ইনষ্টল করুন। এতে ১৯ মেগাবাইটের মত যায়গা ব্যবহৃত হবে ফ্লাশ ডিক্সে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস