সিডি ছাড়াই লিনাক্স ইনষ্টল করা
সাধারণত লিনাক্স ঘরনার অপারেটিং সিস্টেম ইনষ্টল করতে হয় সরাসরি সিডি থেকে। কিছু লিনাক্স ডিষ্ট্রো উইন্ডোজ থেকেও ইনষ্টল করা গেলেও তা সিডি থেকে চালাতে হয়, হার্ডডিক্স থেকে চালানো সুযোগ নেই। আপনি যদি ইন্টারনেট থেকে ইমেজ ডাউনলোড করেন বা অন্যকোন ভাবে আপনার হার্ডডিক্সে লিনাক্স ঘরনার কোন অপারেটিং সিস্টেমের ইমেজ থাকে তাহলে অপারেটিং সিস্টেমটি ইনষ্টল করতে হলে ইমেজটি সিডিতে বার্ন করে তারপরে সিডি থেকে ইনষ্টল করতে হয়। তবে ইউনিভার্সেল নেট বুট ইনষ্টলার বা নেটবুটইন সফটওয়্যার দ্বারা লিনাক্স ঘরনার অপারেটিং সিস্টেম হার্ডডিক্স বা ফ্লাশ ডিক্স থেকেই ইনষ্টল করতে পারবেন। এজন্য http://unetbootin.sourceforge.net থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি পোর্টেবল তাই ইনষ্টল করার প্রয়োজন নেই। এই সফটওয়্যার ৩২টির মত লিনাক্স ডিষ্ট্রোর প্রায় সবগুলো সংস্করণই এই সমর্থন করে। এই সফটওয়্যার দ্বারা লিনাক্স ডিষ্ট্রোর লাইভ ইউএসবি ডিক্সও তৈরী করা যাবে।
টুলটা আগে ব্যবহার করিনি.. ব্যবহার করে দেখতে হবে। কাজের জিনিষ… ধন্যবাদ মেহদী ভাই।
hi,i am developing a totally Red Hat Linux based blog.Hope you will keep visiting the blog.
Blog Address:
http://redhatrhce.blogspot.com/
thanx,bro