লিনাক্সের দারুন ডিস্ট্রো পাপি লিনাক্স

লিনাক্স ডিস্টোগুলোর মধ্যে পাপি লিনাক্স তুলনামূলকভাবে ছোট এবং দ্রুত লোড হয়। মাত্র ৬৪ মেগাবাইট র‌্যামে চলানো যায় পাপি লিনাক্স। পাপি লিনাক্সের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ইনস্টল না করেই সিডি থেকে সরাসরি চালানো যায়। এতে মিডিয়া কোডেক থাকায় অডিও এবং ভিডিও অনায়াসে চলে এবং ওপেন অফিসসহ মাইক্রোসফট অফিসের ফাইলগুলো সমর্থন করে। এছাড়াও সহজেই ড্রাউভ মাউন্ট করা যায়। এতে অনান্য সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে ছবি এডিট করার ব্যবস্থা এবং ব্রাউজ করার জন্য মজিলা সিমাংকি ব্রাউজার, মেইল ক্লাইন্ট, চ্যাট ক্লাইন্ট ইত্যাদি। ৯৪ মেগাবাইটের এই সফটওয়্যাটির ইমেজ ফাইল www.puppylinux.org থেকে ডউনলোড করে সিডিতে রাইট করে নিন। এবার সিডি দ্বারা বুট করে ব্যবহার করুন পাপি লিনাক্স। কাজ শেষে সিডি বের করার আগে সমস্ত সেটিং হার্ডডাইভের যেকোন ড্রাইভে সেভ করে রাখা যাবে ফলে ভবিষ্যতে বুট সিডি দ্বারা বুট করলে পূর্বে সেভ থাকার কারণে আগের সেটিং পাওয়া যাবে। পাপি সর্ম্পকে বিস্তারিত জানতে পারবেন লিনাক্সের www.murga-linux.com/puppy এই ফোরাম থেকে, এছাড়াও বাংলাতে তথ্য বা সাহায্যের জন্য http://forum.projanmo.com/t9886.html লিংকটি দেখতে পারেন। এখানে বিভিন্ন সমস্যার সমাধানসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস