সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৯ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এক্সপির ডেক্সটপকে ত্রিমাত্রিক রূপ দিন

admin | February 11, 2008, 1:00 AM

বর্তমানে উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে এক্সপি ব্যবহারকারীই বেশী। আপনি যদি উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী হন তাহলে ভিসতার মত ত্রিমাত্রিক এ্যারে (উইন্ডোজ ফ্লিপ থ্রিডি) ব্যবহার করতে পারেন ছোট একটি সফটওয়্যারের (৩৮৯ কিলোবাইট) সাহায্যে। সফটওয়্যারটি ইনষ্টল করার কোন ঝামেলা নেই। সফটওয়্যারটি আনজিপ করে সরাসরি চালু করলে একটিভ উইন্ডোর টাইটেল বারের কন্টোল বাটগুলোর বামে অর্থাৎ মিনিমাইজ বাটনের বামে নতুন একটি বাটন আসবে যাতে ক্লিক করলে উইন্ডোটি ত্রিমাত্রিক ভাবে এক সাইটে সরে যাবে। এবার আপনি যদি এই উইন্ডোটি ডানে/বায়ে বা উপরে নিচে সারাতে থাকেন তাহলে দেখবেন উইন্ডোজ আকৃতি পরিবর্তন হচ্ছে। আপনি যদি এভাবে একাধিক উইন্ডো এক্সপির ডেক্সটপে রাখেন তাহলে ভিসতার ফ্লিপের ত্রিমাত্রিক আবহ তৈরী হবে।

3dflop.jpg

সফটওয়্যারটি http://davc73.free.fr/madotate/Madotate_2.02.02.zip লিংক থেকে ডাউনলোড করে আনজিপ করুন।

মন্তব্য করুন