সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডেক্সটপের জন্য গুগল এ্যাপলিকেশন

admin | September 3, 2008, 8:53 AM

কোন ব্রাউজার ছাড়াই গুগলের জনপ্রিয় সুবিধাগুলো ব্যবহার করা যাবে, এডোবি এয়ার এ্যাপলিকেশনের সংমিশ্রনে তৈরীকৃত এই সফটওয়্যারটি হচ্ছে জিএমডেক্স। এতে একবার লগইন করে গুগল মেইল (জিমেইল), গুগল ক্যালেন্ডার, গুগল ম্যাপ, গুগল ডকুমেন্টস, গুগল রিডার এবং পিকাসা ওয়েব এ্যালবাম ব্যবহার করা যাবে। এমনকি ইন্টারনেট এক্সপ্লোরারে লগইন করা থাকলে নতুন করে এই সফটওয়্যারে লগইন করার প্রয়োজন হবে না। ১১০ কিলোবাইটের সফটওয়্যারটি www.robertnyman.com/gmdesk থেকে ডাউনলোড করতে পারবেন। তবে সফটওয়্যারটি ইনষ্টল করার পূর্বশর্ত হচ্ছে এডোরি এয়ার ইনষ্টল থাকতে হবে। এই সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক অপারেটিং সিস্টেমের ব্যবহার করা যাবে। তবে দূ:খজনক হচ্ছে এই সফটওয়্যারটি বাংলা ভাষা সমর্থন করে না।

মন্তব্য করুন