সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিনামূল্যে মাইক্রোসফটের শেয়ারপয়েন্ট ডিজাইনার

মেহেদী আকরাম | April 20, 2009, 12:14 PM

আমরাতো বেশীরভাগই মাইক্রোসফটের পাইরেসি সফটওয়্যার ব্যবহার করে থাকি। তবে এবার মাইক্রোসফটের ফ্রি সফটওয়্যার ব্যবহার করতে পারি। সাধারণ ওয়েব ডিজাইনদের জন্য মাইক্রোসফট ফন্টপেজ ছিলো অফিস ২০০৩ পর্যন্ত যা বেশ জনপ্রিয় ছিলো। এছাড়াও বর্তমানে প্রফেশনাল ওয়েব ডিজাইনদের কাছে এডোবি ডিমওয়েবার বেশ জনপ্রিয়। কিন্তু অফিস ২০০৭ এর সাথে আর মাইক্রোসফট ফন্টপেজ না রিলিজ করে মাইক্রোসফট এক্সপ্রেশন ওয়েব ২০০৭ এবং মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ ছাড়ে। মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ এসেছে প্রফেশনাল ওয়েব ডিজাইনদের জন। সমপ্রতি (৩১-০৩-২০০৯) তারা মাইক্রোসফটের শেয়ারপয়েন্ট ডিজাইনার এর ফ্রি সংস্করণ ছেড়েছে। যে কেউ http://office.microsoft.com/sharepointdesigner সাইট থেকে বিনামূল্যে সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। তবে ডাউনলোড করতে হলে রেজিস্ট্রেশন (বিনামূল্যে) করতে হবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন