সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৪শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নেটওয়ার্কের কম্পিউটার খোঁজার সফটওয়্যার

admin | March 4, 2009, 11:27 AM

আপনার কম্পিউটার যদি নেটওয়ার্কে যুক্ত থাকে তাহলে কোন কোন কম্পিউটার যুক্ত আছে বা এদের আইপি এড্রেস কি জানা যায় আইপি স্ক্যানার সফটওয়্যার দ্বারা। সফটপরফেক্ট নেটওয়ার্ক স্ক্যানার এমনই এক সফটওয়্যার যার দ্বারা আইপি স্ক্যান করা ছাড়াও হোস্ট নেম, ম্যাক এড্রেস, পোর্ট, টিসিপি, এসএনএমপি ইত্যাদি স্ক্যান করে। এছাড়াও উক্ত কম্পিউটারে কোন লুকায়িত শেয়ার করা ফোল্ডার থাকলে তাও দেখা যায়। সফটওয়্যারটি চালাতে এ্যাডমিনিস্ট্রিটর একাউন্টের প্রয়োজন নেই। আর পোর্টেবল হবার কারণে ইনস্টল করার ঝামেলাও নেই। সব মিলিয়ে ৬৯৫ কিলোবাইটের ফ্রিওয়্যার এবং পোর্টেবল এই সফটওয়্যারটি অসাধারণ। সফটওয়্যারটি www.softperfect.com/products/networkscanner থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে নির্দিষ্ট আইপি রেঞ্জ নিয়ে Start Scanning বাটনে ক্লিক করুন তাহলে সকল তথ্য নিচে দেখাবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন