সফটওয়্যারের সয়ংক্রিয় আপডেট বন্ধ করা
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিছু সফটওয়্যার ইন্টারনেট সংযোগ থাকলে নিজে নিজে আপটেড হয় ফলে ইন্টারনেট ব্যবহার হয় অগোচরেই। বেশীর ভাগ ক্ষেত্রেই এসব আপডেটের প্রয়োজন হয় না। একটি ছোট সফটওয়্যার দ্বারা এসকল সয়ংক্রিয় আপডেট বন্ধ করা যায়।
এজন্য www.updatefreezer.org থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। সফটওয়্যারটি গুগল, অডোবি, জাভা, ফায়ারফক্স, উইন্ডোজ এবং স্কাইপ সমর্থন করে। এবার সফটওয়্যারটি চালু করে পছন্দের সফটওয়্যারটির সয়ংক্রিয় আপডেট ডিজেবল করুন।