নষ্ট

সবার চোখে সবার মুখে আজি আমি নষ্ট,
কেউ বোঝে না, কেউ জানে না কি যে আমার কষ্ট।
নষ্ট ছেলে ঐ যে চলে, হেয় সবার দৃষ্টি,
ঘৃণা চোখে চেয়ে চেখে তবুও আমি কষ্টি।
দেখলে মোরে ঘৃণা ঝরে, নই যে কারো কান্ত,
এ ভুজান্তরে দুঃখ ভরে আজিকে আমি শ্রান্ত।
মানব তরে লোকের ভিড়ে খুঁজছি একটি মুখ,
সময় নিয়ে হৃদয় দিয়ে বুঝবে যে মোর দুখ।
এ ধরাতে জন্ম হতে কেউ মেলেনি মোর,
হেয় কথায় জনম ব্যথায় পাথর এ অন্তর।
রিক্ত হয়ে রইবো চেয়ে কেউ যদি চাই ফিরে,
নয়ন জুড়ে হৃদয় ভরে দেখবো আমি তারে॥

(২৪ মাঘ ১৪০৫/পিয়ার পুর)

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস