ক্যাম্পাস্

নবজন্ম আজি লয়েছি হেথা
ভুলে গিয়ে মম দুঃখ ব্যথা,
তোমারই লয়েছি রিক্ত হৃদয়ে,
তোমা আমি করে আপন-
পুরেছি মোর সপ্নিল ভুবন,
ভেবেছি বাসর তোমারই লয়ে।
চাওনি ফিরে আমার পানে
প্রণয় কিংবা আকর্ষণে,
শত গঞ্জনা দিলে মোর শিরেঃ,
দুরাগ্রহে যাহার হৃদয় পূর্ণ
নিজেরে সপিলে তাহারই জন্য,
বাধলে বাসর তাহারই নীড়ে।
তবুও মোর শূন্য অন্তরে
রেখেছি তোমা যতন করে,
প্রণয় অটুট মম বিশ্বাস,
যদি হয় কভু অধমরে স্মরণ
দেখিও মোরে মুদিয়া নয়ন,
হে মোর প্রিয় ক্যাম্পাস্‌॥

(১০ শ্রাবণ ১৪০৭/কালিশংকর পুর)

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস