পারিবারিক সম্পর্ক ট্রি হিসাবে দেখুন

একটি পরিবারের সকল সদস্য, তাদের সম্পর্ক এবং এর সাথে যুক্ত অনান্য পরিবার বা সদস্যদের নিয়ে ট্রি তৈরী করা যায় ওয়ার্ডে বা অনান্য সফটওয়্যারে। কিন্তু ওয়ান ফ্যামিলি (www.onefamily.com) ডট কমে প্রত্যেকের জন্ম তারিখ, ইমেইল, ছবি ইত্যাদি দ্বারা সহজেই ট্রি তৈরী করা যায়। এখানে রেজিষ্টেশন করার পরে আপনার নিজের তথ্য দিবেন। এরপরে আপনার পিতা, মাতা, ভাই, বোন, ছেলে, মেয়ে বা স্ত্রী/স্বামীকে যুক্ত করা যাবে। এখানে বয়স হিসাবে সয়ংক্রিয়ভাবে উর্ধ্বক্রম হিসাবে সাজায় এবং জেন্ডার (পুরুষ এবং মহিলা) ভিন্ন ভিন্ন রঙে দেখায়। এভাবে প্রত্যেকের উপরোক্ত সম্পর্কের ব্যাক্তিকে যুক্ত করতে পারবেন। এভাবে আপনি আপনার পারিবারিক নেটওয়ার্ক তৈরী করুন। ট্রি ভিউটি ফ্লাশ বেসজ হওয়াতে সহজেই জুম করা এবং ডানে বাঁয়ে সরাতে পারবেন। এখানে আপনার তৈরী তথ্যগুলোকে লিষ্ট হিসাবে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন।

One Comment on "পারিবারিক সম্পর্ক ট্রি হিসাবে দেখুন"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস