সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

লাগামহীন

admin | May 22, 2008, 6:50 AM

দ্রব্যমূল্যের পগলাঘোড়া
ইচ্ছামত চলছে ছুটে
নির্লিপ্ত উপদেষ্টারা
ব্যার্থ হয়ে হাপিয়ে উঠে,
অবশেষে এ সরকার
ব্যার্থতার দায় করলো স্বীকার
সরকারের এই লাগাম ছাড়া
এটাই যেন ফুটে ওঠে।

অসহায় জনগন
পোহাচ্ছে শত ভোগান্তি
নেই কোন নিয়ন্ত্রন
এটা সরকারের ভ্রান্তি,
তুবুও এবার নির্বিকার
নেই কোন প্রতিকার
তারপরেও অবুঝ মন
চেয়ে যায় শান্তি।

ঢাকা, ২১-০৫-০৮
০৭ জৈষ্ঠ ১৪১৫

মন্তব্য করুন