মনের কথা
মনে মনে ভাবি- তুমি মোর সবই
আছো হৃদয় জুড়ে,
বন্ধ করলে আখি- শুধুই তোমা দেখি
খুজে ফিরি ভুজান্তরে।
যখনই হয় দেখা- শুধুই চেয়ে থাকা
আর কুশল বিনিময়,
মোবাইলে হয় কথা- কথা দিয়ে মালা গাথা
মনের কথা মনেই রয়।
গোছানো কথাগুলো- হয়ে যায় এলোমেলো
যখন ভাবতে বসি,
বলেছিলে আমায়-, “আমি বন্ধু তোমায়-
এর চেয়ে নয় বেশী।”
জীবনতো একটাই- তাই হারাবার ভয়
তাইতো থাকি দুরে।
কভু আমি যদি ডাকি- তুমি দাও ফাকি
হইতো যাবই মরে।
তাই সবকিছু ভেবে- রয়েছি নিরবে
থাকনা সবটুক হৃদয়ে,
একাকী এ ঘরে- আমি নিঃশব্দে নিথরে
লিখছি তোমা নিয়ে॥
(২৮ ফাল্গুন ১৪১২/হাউজিং, কুষ্টিয়া)