মিডিয়া প্লেয়ার অবমুক্ত করলো এডোবি
ইন্টারনেটে ফ্লাশ বেসড ভিডিও বেশ জনপ্রিয়। ভিডিও শেয়ারিং ওয়েবসাইট বা বিজ্ঞাপনগুলোর সবগুলোই ফ্লাশ ঘরোনার। আর এই ফ্লাশ জাতীয় ভিডিও দেখার জন্য এডোবি ৯ এপ্রিল মিডিয়া প্লেয়ার (AMP) ১.০ বাজারে ছেড়েছে। ফ্লাশ ফরম্যাটের (flv, swf) ভিডিওগুলো (ডাউনলোড বা সরাসরি অনলাইন ধেকে) ১০৮০, ৭২০ এবং ৪৮০ পিক্সেল রেজুলেশনে দেখা যাবে। এই মিডিয়া প্লেয়ার এডোবির নিজম্ব ওয়েবসাইট www.adobe.com/go/mp থেকে উইন্ডোজ এবং ম্যাক উপযোগী সংস্করণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে।