ভাগ করে নিন ফায়ারফক্সের সাইটগুলো
ওয়েব ব্রাউজারের মাধ্যে মজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। বিশেষ করে ফ্রি এবং ওপেন সোর্স হওয়া এবং বিভিন্ন এডঅন্স (add-ons) যোগ করে নতুন নতুন সুবিধা পাওয়ার অন্যতম কারণ। ফায়ারফক্সের বিভিন্ন এড-অন্স এর মধ্যে স্প্লিটার অন্যতম। এর সাহায়্যে ফায়ারফক্সে খুলে রাখা একাধিক ট্যাবের সাইটগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। ৯৫ কিলোবাইটের এই এড-অন্স https://addons.mozilla.org/firefox/4287 থেকে ইনষ্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার মজিলা ফায়ারফক্স খুললে দেখতে পাবেন টুলস মেনুর বামে Split নামে নতুন একটি মেনু এসেছে। এখন Split মেনু থেকে আপনি খুলে রাখা ট্যাবগুলোকে ইচ্ছামত সাজাতে পারবেন।