আপনি যদি কোন ওয়েব সাইট তৈরী করেন তাহলে সেই ওয়েবসাইটি বিভিন্ন ব্রাউজারে কেমন দেয়ায় সেটি যেমন দেখার দরকার তেমনই ভিন্ন ভিন্ন স্ক্রিন রেজলুশনে কেমন দেখায় সেটিও দেখার বিষয়। আর এটি যদি একটি ওয়েব সাইট থেকেও দেখা যায় তাহলে বেশ সুবিধায় হয়। এজন্য www.viewlike.us সাইটে যান এবং URL: অংশে ওয়েবসাইটির ঠিকানা লিখে Check Up! বাটনে ক্লিক করুন তাহলে বর্তমান স্ক্রিন রেজলুশনে সাইটটি দেখাবে। এছাড়াও আইফোনসহ মোট ৯টি স্ক্রিন রেজলুশনে সাইটটি দেখা যাবে।
মেহেদি ভাই ভালো আছেন……..?আর এই লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ।