সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ভিন্ন ভিন্ন স্ক্রিন রেজলুশনে ওয়েবসাইট

মেহেদী আকরাম | August 21, 2009, 1:07 AM

আপনি যদি কোন ওয়েব সাইট তৈরী করেন তাহলে সেই ওয়েবসাইটি বিভিন্ন ব্রাউজারে কেমন দেয়ায় সেটি যেমন দেখার দরকার তেমনই ভিন্ন ভিন্ন স্ক্রিন রেজলুশনে কেমন দেখায় সেটিও দেখার বিষয়। আর এটি যদি একটি ওয়েব সাইট থেকেও দেখা যায় তাহলে বেশ সুবিধায় হয়। এজন্য www.viewlike.us সাইটে যান এবং URL: অংশে ওয়েবসাইটির ঠিকানা লিখে Check Up! বাটনে ক্লিক করুন তাহলে বর্তমান স্ক্রিন রেজলুশনে সাইটটি দেখাবে। এছাড়াও আইফোনসহ মোট ৯টি স্ক্রিন রেজলুশনে সাইটটি দেখা যাবে।

১টি মন্তব্য

  1. মেহেদি ভাই ভালো আছেন……..?আর এই লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করুন