সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাতেই ই-মেইল করুন

admin | August 28, 2007, 12:53 PM

বাংলাতে মেইল করতে অনেক ওয়েবসাইটই উৎসাহিত করছে এবং সেখানে তারা বিভিন্ন সুবিধাও দিয়ে থাকে কিন্তু আপনি আপনার নিজস্ব মেইল (ইহাহু, হটমেইল, জিমেইল ইত্যাদি) থেকেই বাংলাতে মেইল করতে পারেন। এজন্য দরকার ইউনিকোডের কীবোর্ড লেআউট এবং ইউনিকোড ভিত্তিক উম্মুক্ত ফন্ট। তবে প্রাপকের কম্পিউটারে ইউনিকোডের উম্মুক্ত ফন্ট ইনষ্টল করা থাকলেই সে মেইল পড়তে পারবে। অর্থাৎ মেইল পড়তে শুধু ইউনিকোডের উম্মুক্ত ফন্ট থাকলেই চলবে কিন্তু মেইল পাঠাতে ইউনিকোডের উম্মুক্ত ফন্ট ও ইউনিকোডের কীবোর্ড লেআউট থাকতে হবে। প্রাপকের কাছে যদি ইউনিকোডের উম্মুক্ত ফন্ট না থাকে তাহলে সে লেখা কিছূই বুঝতে পারবেনা। সেক্ষেত্রে বাংলা ইউনিকোডের উম্মুক্ত ফন্ট ডাউনলোড করার পরামর্শ দিতে পারেন মেইলের সাথে। তবে প্রাপকের কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি সাভির্স প্যাক ২ ইনষ্টল করা থাকে তাহলে নিশ্চিত এর সঙ্গে বৃন্দ (Vrinda) নামের একটি উম্মুক্ত বাংলা ফন্ট আছে। ইন্টারনেট থেকে বিনামূল্যে ইউনিকোডের উম্মুক্ত ফন্ট ও লেআউট পাওয়া যায় যা ব্যবহার করে বাংলাতে মেইল করতে পারেন। www.omicronlab.com/avrokeyboard ওয়েবসাইট থেকে অভ্র ইউনিকোডের কীবোর্ড লেআউট ও ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। অভ্র কীবোর্ডের সাহায্যে ইউনিবিজয়, ন্যাশনাল, বর্ণনা, অভ্র ইজি এবং অভ্র ফনেটিক কীবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লিখতে পারবেন। তবে বাংলা লিখতে হবে একটু অন্যভাবে। আমরা যেভাবে উচ্চরণ করি সেভাবে লিখতে হবে। অর্থাৎ অক্ষরের পরে স্বরবর্ণ লিখতে হবে। আপনাকে মেহেদী লিখতে ম+হ+ে+দ+ী লিখতে হবে। বিজয় কী-বোর্ড মুখস্থ থাকলে ইউনিবিজয় ব্যবহার করে বাংলা লিখতে পারেন।
এছাড়াও http://banglaunitype.50webs.com থেকে অনায়াসে বাংলা লিখে তা মেইল করতে পারেন।

মন্তব্য করুন