ভিডিও থেকে ফ্লাশে রূপান্তর
ওয়েব সাইট বা অন্য কারনে ভিডিও থেকে শক ওয়েভ ফ্লাশ (.swf) বা ফ্লাশ ভিডিওতে(.flv) ফরম্যাটে রূপান্তরের প্রয়োজন হতে পারে। ভিডিও ফাইলকে ফ্লাশের উপরোক্ত ফরম্যাটে দ্বয়ে রূপান্তরের জন্য ফ্রি ভিডিও টু ফ্লাশ কনভার্টার সফটওয়্যারটি বেশ কার্যকরী। ৮.৯৩ মেগাবাইটের এই ফ্রি সফটওয়্যারটি www.dvdvideosoft.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Input video file: এর Browse… বাটনে ক্লিক করে সোর্স ভিডিও ফাইলটি আনুন। Output video file: এ রূপান্তর হওয়া ফ্লাশ ভিডিওটির লোকেশন সয়ংক্রিয়ভাবে আসবে। তবে আপনি চাইলে Browse… বাটনে ক্লিক করে অন্য লোকেশন ঠিক করে দিতে পারেন। এবার Formats: এ swf বা flv নির্বাচন করুন। ডানে Presets: এ ভিডিও এর মান নির্ণয় করে দিতে পারেন। তবে > বাটনে ক্লিক করে ইচ্ছামত ভিডিওর মান এবং সাইজ ঠিক করে দিতে পারবেন। যদি flv ফরম্যাটে রূপান্তর করতে চান তাহলে কি ধরনের প্লেয়ার নিবেন তা ডানে Player… বাটনে ক্লিক করে নির্বাচন করতে পারেন। আর নিচে Show HTML example file after conversion চেক বক্সে চেক রাখলে ভিডিও ফাইলটি ফ্লাশে রূপান্তর হবার পরে একটি HTML ফাইলে HTML কোডসহ দেখাবে। এছাড়াও ভিডিও নির্দিষ্ট কিছু অংশ ফ্লাশে রূপান্তর করতে চাইলে Trim video… বাটনে ক্লিক করে পছন্দের অংশটুকু কাটুন এবং Apply & Close বাটনে ক্লিক করে মূল উইন্ডোতে ফিরে আসুন। সবশেষে Convert বাটনে ক্লিক করলে ভিডিওটি ফ্লাশ ফরম্যাটে রূপান্তর হবে এবং ডিফল্ট ওয়েব ব্রাউজারে HTML কোডসহ চালু হবে।
মেহেদী ভাই, আপনার লেখাগুলো দারুন। আমি আমার অনেক জরুরি কাজেও আপনার সাইটে প্রবেশ করি। তবে সমস্যা হলো একটি, আমি আমার জরুরি তথ্যটি খুব সহজেই সার্চ করে পাইনা। একটি সুন্দর সার্চ সিস্টেম থাকলে ভালো হইতো।