সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফায়ারফক্সে ভিন্ন ভিন্ন হোমপেজ

admin | February 12, 2008, 8:30 PM

সাধারণত একটি ওয়েব ব্রাউজারে একটি হোমপেজ সেট করার ব্যবস্থা থাকে। কিন্তু ফায়ারফক্সে একাধিক হোমপেজ ব্যবহার করা যায়। ফায়ারফক্সে যদি একাধিক হোমপেজ ব্যবহার করেন তাহলে ফায়ারফক্স খুললে প্রত্যেকটি হোমপেজই একসাথে ভিন্ন ভিন্ন ট্যাবে খুলবে। কিন্তু আপনি যদি এই একাধিক হোমপেজ থেকে শুধুমাত্র একবারে একটি হোমপেজ বিক্ষিপ্ত (রেনডম) ভাবে খুলতে চান তাহলে ১৭ কিলোবাইটের একটি এড-অন্স (add-ons) ইনষ্টল করলেই হবে। এজন্য https://addons.mozilla.org/firefox/4580 থেকে হোমপেজ র‌্যানডমাইজার ইনষ্টল করে নিন। এবার টুলস মেনু থেকে অপশনস্‌ এ ক্লিক করুন এবং Home Page অংশে http://www.mehdi-akram.tk | http://mehdiakram.wordpress.com লিখুন (এভাবে আরো সাইট যোগ করতে পারেন) এবং Pick a random homepage on startup if multiple are defined চেক বক্স চেক করে (When Firefox starts অংশে Show my home page থাকতে হবে ) Ok বাটনে ক্লিক করুন। তাহলে হোমপেজ হিসাবে সেট করা ওয়েব সাইটগুলোর যেকোন একটি (এক এক সময় এক একটি) খুলবে।

মন্তব্য করুন