সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৪শে মে, ২০২৩ ইং | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৫০ গিগাবাইটের ওয়েব ড্রাইভ

admin | February 22, 2008, 12:01 AM

ফ্রি ওয়েব সাইটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফাইল আপলোডের সীমাবদ্ধতা। এছাড়াও যায়গা কম থাকে। এসমস্য সমাধানে রয়েছে অনেকগুলো অনলাইন ড্রাইভ। কিন্তু এগুলোতেও যায়গা তেমন একটা বেশী দেয় না। ১/২/৫ গিগাবাইটে যদি আপনার না হয় তাহলে একাধিক একাউন্ট খুলেতে হয়। এসমস্যা সমাধান দেবে এড্রাইভ। এখানে ৫০ গিগাবাইট যায়গা পাওয়া যাবে বিনামূল্যে। ফলে ওয়েবে বড় বড় ফাইল হোষ্টিং এর সমাধানের পাশপাশি নিজের গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিরাপদে রাখা যাবে। এজন্য www.adrive.com সাইটে ঢুকে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। আপনি চাইলে এখানে ফোল্ডার তৈরী করে নিতে পারেন, আর একসাথে একাধিক ফাইল আপলোড করা যাবে। এছাড়া ফোল্ডার ধরেও আপলোড করতে পারবেন। আপনার আপলোড করা ফাইলগুলো (এপলিকেশন, মিউজিক, ভিডিও, ফটো, ডকুমেন্ট ইত্যাদি) আপনি শেয়ার দিতে পারেন এছাড়াও ব্যাক্তিগতভাবে রাখা যাবে।

মন্তব্য করুন