গুগলে তৈরী করুন ফটো এলবাম

গুগল তাদের গ্রাহকদের জন্য এবার পিকাসা ফটো এলবাম নামে অনলাইন ফটো এলবাম তৈরী করা সুযোগ করে দিলো। ফলে জিমেইলে একাউন্ট থাকলে আপনিও গুগলে পিকাসা ফটো এলবাম তৈরী করতে পারবেন। পিকাসা ফটো এলবামের ওয়েব ঠিকানা http://picasaweb.google.com গুগলের এই ফটো এলবামের যায়গা ২৫০ মেগাবাইট এতে ফোল্ডারের মত একাধিক এলবাম তৈরীর সুযোগ রয়েছে এবং একটি এলবামে সর্বোচ্চ ৫০০টি ছবি আপলোড করা যাবে। আপনার জিমেইল আইডি যদি mehdi.akram হয় তাহলে ফটো এলবাম তৈরী করলে ঠিকানা হবে http://picasaweb.google.com/mehdi.akram। এলবাম তৈরীর সময় এই ঠিকানা পরিবর্তনের সুযোগ রয়েছে। এখানে এলবাম দুই ভাবে তৈরী করা যায় ব্যাক্তিগত বা উম্মুক্ত ভাবে। এছাড়াও একটি এলবাম অথবা ছবিকে মাইস্পেসে বা ব্লগে যুক্ত করা যাবে। তবে সবচেয়ে সুবিধা হয় যদি পিকাসা ২.৫ সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নেওয়া যায়। পিকাসা ২.৫ এর সাহায্যে সরাসরি ওয়েব এলবামে লগইন করে ফটো এলবাম ব্যবহার কারা যায় এবং সহজে ফটো আপলোড করা যায়। এছাড়াও পিকাসায় আগের তুলনায় আরো উন্নত ও আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে; যেমন, ছবি দ্বারা মুভি তৈরী, স্ক্রিনসেভার তৈরী, ছবি সম্পাদনা, স্লাইডশো তৈরী, ইমেইল করা, ব্লগে পোষ্ট করা, www.hello.com এ পোষ্ট করা, ইমেজ সিডি রাইট করা, ফটো ওয়েব পেজ তৈরী করা ইত্যাদি। সুতারাং চটজলদি ডাউনলোড করে নিন পিকাসা এবং তৈরী করুন আপনার অনলাইন ফটো এলবাম।

১ Comments on "গুগলে তৈরী করুন ফটো এলবাম"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস