সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সফটওয়্যার ছাড়াই ইউনিকোডে বাংলা টাইপ করা

admin | March 26, 2007, 9:04 PM

ইন্টারনেটের ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে বাংলায় ওয়েব সাইট তৈরী এবং বাংলা ব্লগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েব সাইট বা ব্লগে বাংলা লিখতে হলে ইউনিকোড ভিত্তিক বাংলা (উম্মুক্ত বাংলা ফন্ট ব্যবহার করে) লিখতে হবে অন্যথায় অনলাইনে আপলোড করলে বাংলা দেখা যাবে না। আমরাতো সাধারণত বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে ইউনিকোড ভিত্তিক বাংলা লিখে থাকি। কিন্তু সফটওয়্যার ছাড়াই অনলাইনে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখা যাবে। http://bangla.org.bd ওয়েব সাইটে ইউনিবিজয়সহ অভ্র ফনেটিক, লেখো ফনেটিক, প্রভাত, সামহয়ারইন ফনেটিক কীবোর্ডে বাংলা লেখা যাবে। সাজেদ চৌধুরী তৈরীকৃত এই ওয়েব সাইটে বাংলায় গুগল সার্চ করা যাবে এবং (WYSIWYG Editor নামে পরিচিত) ওয়ার্ডের মত লেখার সম্পাদনাও করা যাবে। এছাড়াও http://banglaunitype.50webs.com, www.bdjobs.com/banglahttp://bnwebtools.sourceforge.net ওয়েব সাইটেও ইংরেজীর পাশাপাশি ইউনিকোড ভিত্তিক বাংলাতে লিখতে পারবেন।

৩টি মন্তব্য

মন্তব্য করুন