সফটওয়্যার ছাড়াই ইউনিকোডে বাংলা টাইপ করা

ইন্টারনেটের ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে বাংলায় ওয়েব সাইট তৈরী এবং বাংলা ব্লগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েব সাইট বা ব্লগে বাংলা লিখতে হলে ইউনিকোড ভিত্তিক বাংলা (উম্মুক্ত বাংলা ফন্ট ব্যবহার করে) লিখতে হবে অন্যথায় অনলাইনে আপলোড করলে বাংলা দেখা যাবে না। আমরাতো সাধারণত বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে ইউনিকোড ভিত্তিক বাংলা লিখে থাকি। কিন্তু সফটওয়্যার ছাড়াই অনলাইনে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখা যাবে। http://bangla.org.bd ওয়েব সাইটে ইউনিবিজয়সহ অভ্র ফনেটিক, লেখো ফনেটিক, প্রভাত, সামহয়ারইন ফনেটিক কীবোর্ডে বাংলা লেখা যাবে। সাজেদ চৌধুরী তৈরীকৃত এই ওয়েব সাইটে বাংলায় গুগল সার্চ করা যাবে এবং (WYSIWYG Editor নামে পরিচিত) ওয়ার্ডের মত লেখার সম্পাদনাও করা যাবে। এছাড়াও http://banglaunitype.50webs.com, www.bdjobs.com/banglahttp://bnwebtools.sourceforge.net ওয়েব সাইটেও ইংরেজীর পাশাপাশি ইউনিকোড ভিত্তিক বাংলাতে লিখতে পারবেন।

৩ Comments on "সফটওয়্যার ছাড়াই ইউনিকোডে বাংলা টাইপ করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস